প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা মেহেরপুরে ।

- Update Time : ১০:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯০ Time View

প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা মেহেরপুরে
খেলাধুলা, আনন্দ ও আড্ডার মধ্যদিয়ে প্রবীণদের নিয়ে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল মেহেরপুরে। শনিবার সদর উপজেলার চকশ্যামনগর সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় এ মিলন মেলার অয়োজন করা হয়। এলাকার প্রায় ২ শতাধিক প্রবীণ অংশ নেয় এ মিলনমেলায়।
আয়োজন করা হয় শৈশবের খেলাধুলার। এমন আয়োজনে খুশি প্রবীণরা। ইন্টারনেট আর স্যোসাল মিডিয়ার প্রভাবে হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্য। দীর্ঘদিনের পুরনো বন্ধু ও সমবয়সীদের কাছে পেয়ে আনন্দিত বৃদ্ধরা।
ঘরের মধ্যে আবদ্ধ থেকে নিজেকে আবারো সেই শৈশব জীবনে একদিনের জন্য ফিরে পেয়েছেন বলে জানান তারা। আয়োজকেরা বলছেন, প্রতিবছরই এমন উদ্দ্যোগ নেওয়া হবে। প্রবীণদের মিলনমেলায় সবাই মেতে উঠেছে আনন্দ উল্লাসে। অংশ নিয়েছেন শৈশবের চেয়ার সিটিং, ফুটবল, বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলায়। অনুষ্ঠানের শুরুতে তরুণরা প্রবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আয়োজন করা হয় গ্রামীন ঐত্যিহের চিড়া, মুড়কি, দই, গুড়, মিষ্টি দিয়ে সকালের নাস্তা। আয়োজন করা হয় মধ্যান্ন ভোজের।
পরে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী প্রবীণদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত প্রবীণ ও একে অপরের সুস্থতা কামনায় দোয়া করেন সকলে। আয়োজক কমিটির সদস্য রকিবুল ইসলাম বলেন, গ্রামবাসীদের সাথে নিয়ে দীর্ঘ ৫ বছর ধরে এমন আয়োজন করেছি আমরা। শৈশবের দিনগুলোতে প্রবীণেরা যেন একটি দিনে ফিরে যায়, ভুলে যায় সব দু:খ ক্লান্তি তার জন্য ভবিষ্যতে প্রবীণদের নিয়ে মিলনমেলার আয়োজন অব্যহত থাকবে।