নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোধন।

- Update Time : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ১১ Time View

নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্ভোধন।
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে স্থাপিত ২৪ ঘন্টার স্বল্পমূল্য সেবার নিশ্চয়তা দিয়ে নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শনিবার দুপুর ২ টায় নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আশিকুল আলম হুমায়ুন এর সঞ্চালনায় ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোঃ সানাউল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া।
স্বাগত বক্তব্য রাখেন, নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুন নুর এমরান সোহেল। তিনি তাহার বক্তব্যে নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক বিষয় তুলে ধরে ২৪ ঘন্টা গুণগত মানসম্মত স্বল্পমূল্য সেবার নিশ্চয়তা প্রদান করবে বলে তাহার মত ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশরাফুল ইসলাম স্বপন, ডাঃ হাসিবুল হক, ডাঃ সাবরিন নাঈম সিয়াম, ডাঃ অরজিৎ রায়, ডাঃ নাঈম চৌধুরী, ডাঃ আফরোজা মেহজাবিন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, বিজয়নগর উপজেলা পল্লী চিকিৎসা সমিতির সভাপতি ডাক্তার আব্দুল সাত্তার, ডাক্তার আমিনুল ইসলাম এবং জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা সাংবাদিক ও বিজয় নগরের প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক মোঃ কেফায়েত উল্লাহ শরীফ প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় আগত অতিথিবৃন্দ ২৪ ঘন্টার স্বল্পমূল্য সেবার নিশ্চয়তা সহ সেবার মানুষিকতা নিয়ে নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার আহবান জানান। এবং গরিব রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে বল অভিমত প্রকাশ করেন।
এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত ফার্মাসিস্ট সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলো।
উদ্বোধনী পর্ব শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে দোয়ার মাধ্যমে নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।