ঈদের দিনে পুকুরে বিষ ক্ষতি পরিমাণ প্রায় ১০ লাখ, নিঃস্ব একটি পরিবার।

- Update Time : ০২:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ১৩ Time View

স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, তখন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চতুরপুর গ্রামের একটি পরিবারে নেমে এসেছে দুঃখের ছায়া। পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে ফারুক সরকারের প্রায় ১০ লাখ টাকার মাছ। নিঃস্ব হয়ে খুশির বদলে কাঁদছে এই পরিবারটি।
ফারুক সরকার বিজয়নগর উপজেলার ছতরপুর সরকার বাড়ির বাসিন্দা। তার ৫ বিঘা জমি নিয়ে একটি কুকুর খনন করেন এই পুকুরে তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের মাছ চাষ করতেন। ঈদের পর এসব মাছ বিক্রি করে সংসার পরিচালনার স্বপ্ন থাকলেও এই স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে এই পরিবারে নেমে আসলো দুঃখের ছায়া। কিন্তু ঈদের আগের দিন রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখা যায়, পানির উপর ভেসে আছে শত শত মৃত মাছ। ভেঙে পড়ে ফারুকের স্বপ্ন বঞ্চিত হলো এই ঈদের আনন্দ থেকে।
স্থানীয়রা জানান, ফারুক মিয়ার সাথে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ। এই ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি হয়নি, বরং এটি গ্রামের মৎস্য চাষ ও নিরাপত্তা ব্যবস্থার ওপর ও প্রশ্ন উঠেছে । ঈদের দিনে এমন নেক্কার হিংসা পরায়ণতা ও হৃদয়বিদারক ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে এটাই এলাকাবাসীর দাবি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমি একটি অভিযানে আছ তাই এই বিষয়ে আমি কিছু জানি না। এই বিষয়ে ডিউটি অফিসার বলতে পারবে।
বিজয়নগর থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এস আই মোজাম্মেল হককে তদন্ত দেওয়া রয়েছে।