ব্রাহ্মণবাড়িয়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ ১ জন আটক।

- Update Time : ১১:৫৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৩৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ ১ জন আটক।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো সময় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলেন- কামাল ভূঁইয়া (৩৪), গ্রেপ্তারকৃতকে রবিবার (১৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, শনিবার রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদবাদ গ্রামের কামাল ভূঁইয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় একটি টিনশেড দোচালা ঘর, যেটি রান্নার কাজে ব্যবহৃত হয় সেখানে গর্তে লুকিয়ে রাখা ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় কামাল ভূঁইয়া নামের একজনকে। এ ঘটনার তার বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করা হয়েছে।