০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ২০০৫ ব্যাচের প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে ঈদ পূর্ণমিলন২০২৫ অনুষ্ঠিত। 

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ৪২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ২০০৫ ব্যাচের প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে ঈদ পূর্ণমিলন২০২৫ অনুষ্ঠিত। 

 

 

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ

 

 

ছাত্র জীবনের ব্যস্ত সময়ের মধ্যে একটু আনন্দ একটু আড্ডা হলে মন্দ হয় না। সে জন্য আমাদের সবার উদ্যোগে মাঝে মাঝে বনভোজন এর আয়োজন করতাম । তাতে একঘেয়েমি লাইফ একটু হলেও সবাই খুশি হত । সময়টা সবারই অনেক ভালো কাটতো । যখন কোন ঘাসের উপর বা কোন ঘন জঙ্গলে সবাই মিলে খাওয়া , রান্না করা , সবাই মিলে কাজ করা সবই যেন একটু বাড়তি অভিজ্ঞতা এনে দিত ।

 

 

বনভোজন , নৌকা ভ্রমণ , কোথাও ঘুরতে যাওয়া এটা আমাদের নিয়মিত ছিল। শুধু কেও বললেই চলে যেতাম । আমরা স্টাডি ট্যুরে যেতাম মাঝে মধ্যে । সব মিলিয়ে ছাত্র জীবন টা খারাপ ছিল না । ভালোই লাগত সবার সাথে আড্ডা দিতে । অনেক দিন হল আর ঘুরতে যাওয়া হয়নি কথাও । তাইতো সেই দিনগুলো স্মৃতি পটে ভেসে আসে । আবারও যেতে ইচ্ছা করে দূর দূরান্তে , কোন পাহাড়ের চুরায় অথবা সাগরের নীল জলে । যেতে ইচ্ছা করে রাঙ্গামাটি , খাগড়াছড়ি আর কক্সবাজার । যেখানে যেন সপ্নের রাজ্য গুলো অবস্থিত । সেন্ট মার্টিন দ্বীপটি সপ্নের মতোই সুন্দর । এখানে নীল জলের ঢেও সাদা রঙ ধারণ করে আঁচড়ে পড়ছে অবিরত ।

 

 

প্রানের বন্ধনে, বন্ধুত্বের টানে আমরা ২০০৫ এর ব্যাচ প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলমানদের অন্যতম উৎসব  ঈদুল ফিতরের পূর্ণমিলন  বেশ ঝাঁকজমক ভাবে পালিত হয়েছে,  এতে বিভিন্ন অঞ্চলের দেশের চাকরিজীবীরা ২০০৫ ব্যাচ এর ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে তারা একে অপরের আনন্দ কে ভাগাভাগি করে সামনের দিকে এই আনন্দ ঈদ পূর্ণমিলনী অব্যাহত থাকবে । সকলের আনন্দ ভাগাভাগি করে  তারা একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে।

 

মোশারফ ও আশরাফুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদেদুল, প্রভাষক রিপন, সজীব মালাকার, সমির, জহির, কাজী আলামিন, হামিদ, (প্রবাসি) মনির,জলিল,পিন্টু,

গোতম, শামিম, সজিব মোল্লা, দুলাল ,           আসলাম, মাহফুজ, বাবুল, মুশফিক,এনামুল, রুবেল,  গোতম মাষ্টার,অনিল, প্রানতোষ,      জাকির,,,বিয়াসমন, আঃ গফুর,

আমাদের এই ঈদ পূর্ণমিলনী কে সামনে রেখে সামাজিক উন্নয়ন গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করব বলে আশা রাখছি। আমরা বন্ধুত্বের মধ্যে একে অপরের সহযোগিতা করব।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ২০০৫ ব্যাচের প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে ঈদ পূর্ণমিলন২০২৫ অনুষ্ঠিত। 

Update Time : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ২০০৫ ব্যাচের প্রাণের বন্ধনে, বন্ধুত্বের টানে ঈদ পূর্ণমিলন২০২৫ অনুষ্ঠিত। 

 

 

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ

 

 

ছাত্র জীবনের ব্যস্ত সময়ের মধ্যে একটু আনন্দ একটু আড্ডা হলে মন্দ হয় না। সে জন্য আমাদের সবার উদ্যোগে মাঝে মাঝে বনভোজন এর আয়োজন করতাম । তাতে একঘেয়েমি লাইফ একটু হলেও সবাই খুশি হত । সময়টা সবারই অনেক ভালো কাটতো । যখন কোন ঘাসের উপর বা কোন ঘন জঙ্গলে সবাই মিলে খাওয়া , রান্না করা , সবাই মিলে কাজ করা সবই যেন একটু বাড়তি অভিজ্ঞতা এনে দিত ।

 

 

বনভোজন , নৌকা ভ্রমণ , কোথাও ঘুরতে যাওয়া এটা আমাদের নিয়মিত ছিল। শুধু কেও বললেই চলে যেতাম । আমরা স্টাডি ট্যুরে যেতাম মাঝে মধ্যে । সব মিলিয়ে ছাত্র জীবন টা খারাপ ছিল না । ভালোই লাগত সবার সাথে আড্ডা দিতে । অনেক দিন হল আর ঘুরতে যাওয়া হয়নি কথাও । তাইতো সেই দিনগুলো স্মৃতি পটে ভেসে আসে । আবারও যেতে ইচ্ছা করে দূর দূরান্তে , কোন পাহাড়ের চুরায় অথবা সাগরের নীল জলে । যেতে ইচ্ছা করে রাঙ্গামাটি , খাগড়াছড়ি আর কক্সবাজার । যেখানে যেন সপ্নের রাজ্য গুলো অবস্থিত । সেন্ট মার্টিন দ্বীপটি সপ্নের মতোই সুন্দর । এখানে নীল জলের ঢেও সাদা রঙ ধারণ করে আঁচড়ে পড়ছে অবিরত ।

 

 

প্রানের বন্ধনে, বন্ধুত্বের টানে আমরা ২০০৫ এর ব্যাচ প্রতিপাদ্যকে সামনে রেখে মুসলমানদের অন্যতম উৎসব  ঈদুল ফিতরের পূর্ণমিলন  বেশ ঝাঁকজমক ভাবে পালিত হয়েছে,  এতে বিভিন্ন অঞ্চলের দেশের চাকরিজীবীরা ২০০৫ ব্যাচ এর ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এতে তারা একে অপরের আনন্দ কে ভাগাভাগি করে সামনের দিকে এই আনন্দ ঈদ পূর্ণমিলনী অব্যাহত থাকবে । সকলের আনন্দ ভাগাভাগি করে  তারা একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে।

 

মোশারফ ও আশরাফুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদেদুল, প্রভাষক রিপন, সজীব মালাকার, সমির, জহির, কাজী আলামিন, হামিদ, (প্রবাসি) মনির,জলিল,পিন্টু,

গোতম, শামিম, সজিব মোল্লা, দুলাল ,           আসলাম, মাহফুজ, বাবুল, মুশফিক,এনামুল, রুবেল,  গোতম মাষ্টার,অনিল, প্রানতোষ,      জাকির,,,বিয়াসমন, আঃ গফুর,

আমাদের এই ঈদ পূর্ণমিলনী কে সামনে রেখে সামাজিক উন্নয়ন গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে কাজ করব বলে আশা রাখছি। আমরা বন্ধুত্বের মধ্যে একে অপরের সহযোগিতা করব।