০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ০৯:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৩ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

 

তারিখ -১৪,০২,২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে সিয়াম মোল্লার (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

 

নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপরবাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ে। এ জন্য মা সিয়ামকে নজরে রাখতো যেন সে বাসা থেকে যেতে না পারে। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে মাকে হত্যার কথা বলছে।’

 

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোসা মিয়া জানান, তিনি ভোর ৬টার দিকে খবর পান মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সিয়ামকে গ্রেপ্তার করে।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই তার মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সিয়াম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

 

এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি করেন এলাকাবাসী।

 

 

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

Update Time : ০৯:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে।

 

তারিখ -১৪,০২,২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিমা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে সিয়াম মোল্লার (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা ওই গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

 

নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই একজন প্রতিবন্ধী। সে কয়েকদিন পরপরবাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাবার বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ে। এ জন্য মা সিয়ামকে নজরে রাখতো যেন সে বাসা থেকে যেতে না পারে। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে মাকে হত্যার কথা বলছে।’

 

 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোসা মিয়া জানান, তিনি ভোর ৬টার দিকে খবর পান মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সিয়ামকে গ্রেপ্তার করে।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই তার মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সিয়াম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

 

এদিকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত অপরাধীর বিচার দাবি করেন এলাকাবাসী।