ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত

- Update Time : ০৮:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর বিশাল জশনে জুলুছ অনুষ্ঠিত
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছ বের হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে জুলুছটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, দরবার শরীফের পীর-মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ। স্বাগত বক্তব্য রাখেন নাসিরপুর সাহেব বাড়ীর গদিনীশিন পীর আলহাজ সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ।
সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান উপদেষ্টা পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একে কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মাজহারুল করীম, ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আবু বক্কর ভূইঁয়া, সৈয়দ আবদুল মোকাল্লিদসহ বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরী।