০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগরে মধ্যরাতে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
- Update Time : ০৮:১১:২০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
০৮/০২/২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির একটি টহল দলের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ফতেহপুর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-শাড়ি, কসমেটিকস, মেহেদি ও সিগারেট।
বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮০০ পিস কাতান শাড়ি, ৮ হাজার ৩১২ পিস কসমেটিকস, ১ হাজার ৪৪০ পিস মেহেদি, ১ হাজার ১২০ পিস সিগারেট জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের মূল্য এক কোটি ৫০ লাখ চার হাজার ৩৮০ টাকা। জব্দ করা এসব ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Tag :