০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও ভাস্কর্য ভাংচুর।

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : ০৯:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৯ Time View

মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও ভাস্কর্য ভাংচুর।

মেহেরপুর প্রতিনিধি:

ঐতিহাসিক মুজিবনগর। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। আর সেই ইতিহাসকে জীবন্ত করতে নির্মাণ করা হয়েছে শত শত ভাস্কর্য ও ম্যুরাল। যা দিয়ে পুরো মুক্তিযুদ্ধ যে কারো চোখের সামনে ধরা দেয়। মুজিবনগরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাবলীর ইতিহাসের ভাস্কর্য ও ম্যুরাল করে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষনের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর‌্যাল ভেঙ্গে ফেলেছে ছাত্র জনতা। ছাত্র জনতা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর‌্যালটি ভেঙ্গে প্রায় দুই কিলোমিটার দুরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝে ফেলে রাখে। এছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়েছে। এর আগেও গত ৫ আগষ্ট মুক্তিযুদ্ধের স্বাক্ষী ও ইতিহাসকে মুছে দিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাবলীর ভাস্কর্য ভেঙ্গে তছনছ করা হয়। লুট করা হয় বিভিন্ন জিনিসপত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও ভাস্কর্য ভাংচুর।

Update Time : ০৯:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

মুজিবনগরে শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও ভাস্কর্য ভাংচুর।

মেহেরপুর প্রতিনিধি:

ঐতিহাসিক মুজিবনগর। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। আর সেই ইতিহাসকে জীবন্ত করতে নির্মাণ করা হয়েছে শত শত ভাস্কর্য ও ম্যুরাল। যা দিয়ে পুরো মুক্তিযুদ্ধ যে কারো চোখের সামনে ধরা দেয়। মুজিবনগরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাবলীর ইতিহাসের ভাস্কর্য ও ম্যুরাল করে তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) গভীর রাতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষনের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর‌্যাল ভেঙ্গে ফেলেছে ছাত্র জনতা। ছাত্র জনতা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর‌্যালটি ভেঙ্গে প্রায় দুই কিলোমিটার দুরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কের মাঝে ফেলে রাখে। এছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেওয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়েছে। এর আগেও গত ৫ আগষ্ট মুক্তিযুদ্ধের স্বাক্ষী ও ইতিহাসকে মুছে দিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য সমস্ত ঘটনাবলীর ভাস্কর্য ভেঙ্গে তছনছ করা হয়। লুট করা হয় বিভিন্ন জিনিসপত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।