বিজয়নগরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Update Time : ১১:২৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ Time View

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইস্পা)-এর সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী সিলাস গাড্ডী। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, হিসাব সহকারী কাম-কাম্পিউটার অপারেটর রাজু আহমেদ, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামীণ জনগণকে সচেতন করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমাম হোসেন।