নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন।

- Update Time : ০৩:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৫৫ Time View

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন।
স্টাফ রিপোর্টার
সারাদেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জেলা শাখা। গতকাল রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, টিআইবির এরিয়া কোর্ডিনেটর আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সদস্য মোঃ আরজু, শামীমা শিকদার দীনা, নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠন তরীর সভাপতি মোঃ শামীম আহমেদ, এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এস,এম শাহীন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় বিচারহীনতার সংস্কৃতির কারণে বর্তমানে সমাজে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতাসহ নানা অপরাধের প্রবণতা ভয়ানক রুপ ধারণ করেছে। তবে ৫ আগস্টের পর দেশের মানুষ আশাবাদী হলেও বর্তমান সরকারের সময়েও সেই বিচারহীনতার সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। যা শোভনীয় নয়, এতে অপরাধের প্রবণতা আরো বাড়বে। এ অবস্থায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।