ব্রাহ্মণবাড়িয়ায় রাধিকা ও নবীনগর সড়ক দুর্ঘটনায় নারী নিহত ১।

- Update Time : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৫ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় রাধিকা ও নবীনগর সড়ক দুর্ঘটনায় নারী নিহত ১।
ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে বেবি দেবনাথ-(৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। দুর্ঘটনায় আরো দুইজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সেকেন্ড অফিসার আবদুল মোনাস জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকসা নবীনগর যাওয়ার পথে রাধিকা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসার ৩ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। অটোরিকসা ও মোটর সাইকেলটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।