০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ
  • Update Time : ০৯:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

 

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে ও অপসংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ সহ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের সাথে মতবিনিময় সভা করেন।

 

এ সময় বক্তারা, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া অপসংবাদিকদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন মামলার আসামীসহ অপরাধীরা নিজেদের অপরাধ ঢেকে রাখতে এবং ব্ল্যাকমেইল চাঁদাবাজি সহ অপতৎপরতা অব্যাহত রাখতে অনুমোদনহীন নাম সর্বস্ব গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন দপ্তর ঘুরে বেড়ায়।

 

মূলত তারা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে ছবি উঠিয়ে সমাজের বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে সুবিধা নিয়ে থাকে যা রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ অবস্থায দ্রুত এসব নাম সর্বস্ব গণমাধ্যমের সাংবাদিক দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে অপসংবাদিকতার রোধে বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুর আলম এর কাছে তুলে দেয়া হয়।

 

পরে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আ,ফ,ম কাওসার এমরান, ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, বর্তমান যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা তাদের বক্তব্য দেশ ও জাতির কল্যাণে অপসংবাদিকদের দৌরান্ত বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

Update Time : ০৯:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

 

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ায় অপসংবাদিকতা রোধে ও অপসংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ সহ সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অপসংবাদিকতা রোধে জেলা প্রশাসক মোঃ দিদারুল আলমের সাথে মতবিনিময় সভা করেন।

 

এ সময় বক্তারা, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া অপসংবাদিকদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন মামলার আসামীসহ অপরাধীরা নিজেদের অপরাধ ঢেকে রাখতে এবং ব্ল্যাকমেইল চাঁদাবাজি সহ অপতৎপরতা অব্যাহত রাখতে অনুমোদনহীন নাম সর্বস্ব গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে বিভিন্ন দপ্তর ঘুরে বেড়ায়।

 

মূলত তারা বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সাথে ছবি উঠিয়ে সমাজের বিভিন্ন মহলে প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে সুবিধা নিয়ে থাকে যা রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এ অবস্থায দ্রুত এসব নাম সর্বস্ব গণমাধ্যমের সাংবাদিক দাবি করা ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে অপসংবাদিকতার রোধে বেশ কয়েকটি দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুর আলম এর কাছে তুলে দেয়া হয়।

 

পরে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে ও ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আ,ফ,ম কাওসার এমরান, ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশিকুল ইসলাম, সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান, বর্তমান যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা তাদের বক্তব্য দেশ ও জাতির কল্যাণে অপসংবাদিকদের দৌরান্ত বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা।

কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।