ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

- Update Time : ০১:৪৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯০ Time View

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের আলাকপুর ও বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহত ওমর ফারুক (১৯) ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কলেজপাড়া এলাকার শওকত ভূইয়ার ছেলে ও জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দুরুইল গ্রামের হাজী ইব্রাহিমের ছেলে মোকাদ্দেছ মিয়া (৭০)। নিহত ওমর ফারুক ব্রাহ্মণবাড়িয়া গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও মোকাদ্দেছ মিয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া আঞ্চলিক সড়কের আলাকপুর এলাকায় আখাউড়াগামী দিগন্ত পরিবহন নামে লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটর সাইকেল আরোহী ওমর ফারুক ও ফজলে রাব্বী রাস্তায় ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন ও ফজলে রাব্বীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরো জানান, দুপুর সোয়া ১ টার দিকে বাসুদেব কোড্ডা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী মোকাদ্দেছ মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় তামিম নামে আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি জানান।