বিএনপি পন্থি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।

- Update Time : ০৩:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১৫২ Time View

বিএনপি পন্থি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হন তারা। শুধু জয়লাভ করেছে সিনিয়র সহ-সভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে।
নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী এডভোকেট এ, কে, এম, কামরুজ্জামান মামুন, সহকারি সিনিয়র সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, সহ সভাপতি পদে এডভোকেট কাজী এহলাছুর রহমান, সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল যুগ্ন সাধারণ সম্পাদক এক আশরাফুল ইসলাম চপন, যুগ্ম সাধারণ সম্পাদক দুই মোঃ ফরহাদ হোসেন, পাঠাগার ও ব্যবস্থাপনা এডভোকেটমোঃ জিল্লুর রহমান, সম্পাদক তথ্য প্রযুক্তি অ্যাডভোকেট মোঃ নূরে আলম সিদ্দিকী তারেক, অডিটর এডভোকেট রেজওয়ানুর রহমান রনি, সদস্য মোঃ জহিরুল ইসলাম প্রথম শেখ সাজিদুর রহমান সজীব দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় এবং মোঃ ইয়াকুব আলী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী ভোটগ্রহণ মধ্যরাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১৫টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন জয়লাভ করেন। বৃহস্পতিবার বাকি ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রহমানের সঙ্গে একই ফোরামের বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী এ,কে,এম, কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও সভাপতি পদে আরও দুইজন অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে এ,কে,এম কামরুজ্জামান মামুন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রহমান পান ২৪৬ ভোট।