নবীনগরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি, আহত অন্তত- ৩
																
								
							
                                - Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
 - / ১৮ Time View
 
জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার (১ নভেম্বর) রাতে একটি রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র যুবক। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজার এলাকার পাশে।
আহতরা হলেন—নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন (৩০), আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন (২৮) এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম (২৬)।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র যুবক ভেতরে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন,
“খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিপন ও রিফাত বাহিনীর মধ্যে পুরনো বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ডাকাতির ভাগাভাগি ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে।”
তিনি আরও জানান, আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং পরবর্তী সহিংসতা ঠেকাতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রফিক মিয়া বলেন,
“রাতে হঠাৎ গুলি শুরু হলে সবাই প্রাণভয়ে পালিয়ে যায়। এমন ঘটনা আগে কখনও দেখিনি। আমরা চাই, এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসুক।”
																			
																		











