জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার (১ নভেম্বর) রাতে একটি রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র যুবক। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজার এলাকার পাশে। আহতরা হলেন—নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপন (৩০), আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন (২৮) এবং চরলাপাং গ্রামের রশিদ মিয়ার ছেলে নুর আলম (২৬)। স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে রেস্টুরেন্টে বসে খাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন সশস্ত্র যুবক ভেতরে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শিপনের সঙ্গে থোল্লাকান্দি গ্রামের...