ব্রাহ্মণবাড়িয়া থেকে দুইজনকে নিয়ে চবির প্রার্থীর কক্ষে উপস্থিতি ধরা

- Update Time : ০৫:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ২৫ Time View
জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৩ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে প্রশাসন আবাসিক হলগুলোতে তল্লাশি চালিয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে এ.এফ. রহমান হলে এক প্রার্থীর কক্ষে দুই বহিরাগতকে শনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সোহরাওয়ার্দী, এ.এফ. রহমান ও আলাওল হলে তল্লাশি পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন হলে অননুমোদিত শিক্ষার্থী, অবৈধ সিটধারী ও বহিরাগত শনাক্ত করা হয়।
এ.এফ. রহমান হলের ১৩২ নম্বর কক্ষে উপস্থিত দুইজন ছিলেন মিজান মিয়ার চাচাতো ভাই—শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। মিজান মিয়া, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, জানিয়েছেন যে নির্বাচনী প্রচারণায় তার সহায়তার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা হয়েছিল। তিনি বলেন, “আমি নিজে দৃষ্টি প্রতিবন্ধী, তাই চলাফেরা এবং প্রচারণার কাজে সহায়তার জন্য তাদের সঙ্গে আনা হয়েছে; আমার কক্ষে কোনো অবৈধ জিনিস নেই, তারা শুধুমাত্র আমার সাহায্য করছে।”
মিজান মিয়া আরও বলেন, “প্রশাসনের কাছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আচরণবিধি শিথিল করার দাবি জানিয়েছিলাম। নির্বাচনের সময় চলাফেরা করা আমার জন্য চ্যালেঞ্জিং, তাই ব্যক্তিগতভাবে তাদের সাহায্য নিয়েছি।” বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন বলেন, “সোহরাওয়ার্দী, এ.এফ. রহমান ও আলাওল হলে অভিযান পরিচালনা করা হয়েছে। এ.এফ. রহমান হলে দুইজন বহিরাগত পাওয়া গেছে, যারা প্রার্থীর আত্মীয়। কিছু শিক্ষার্থী অন্যের সিটে অবস্থান করছেন বা নির্ধারিত হলে না থেকে অন্য হলে রয়েছেন; এসব বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নির্বাচনের আগে হলগুলোতে আরও তল্লাশি চালানো হবে, যাতে অবৈধ প্রবেশ, বহিরাগত অবস্থান ও বিশৃঙ্খলার কোনো সুযোগ না থাকে।