জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৩ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগে প্রশাসন আবাসিক হলগুলোতে তল্লাশি চালিয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে এ.এফ. রহমান হলে এক প্রার্থীর কক্ষে দুই বহিরাগতকে শনাক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, নিরাপত্তা দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে সোহরাওয়ার্দী, এ.এফ. রহমান ও আলাওল হলে তল্লাশি পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন হলে অননুমোদিত শিক্ষার্থী, অবৈধ সিটধারী ও বহিরাগত শনাক্ত করা হয়। এ.এফ. রহমান হলের ১৩২ নম্বর কক্ষে উপস্থিত দুইজন ছিলেন মিজান মিয়ার চাচাতো ভাই—শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম। মিজান মিয়া, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, জানিয়েছেন যে নির্বাচনী প্রচারণায় তার সহায়তার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা হয়েছিল। তিনি বলেন, “আমি নিজে দৃষ্টি প্রতিবন্ধী, তাই চলাফেরা এবং প্রচারণার কাজে সহায়তার...