১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চান্দুরা বাজারে সৌহার্দ্যের বার্তা: ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছায় উন্নয়নের প্রত্যাশা

হিরা আহমেদ জাকির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : ১১:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক উষ্ণ মুহূর্তের সাক্ষী হলো চান্দুরা বাজার এলাকা। চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি সাইদ খোকন ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

শুভেচ্ছা গ্রহণকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। চান্দুরা বাজারসহ পুরো বিজয়নগরের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে চান্দুরা বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাজারের পরিবেশ উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় চান্দুরা বাজারের ব্যবসায়ী সমাজের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ইতিবাচক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চান্দুরা বাজারে সৌহার্দ্যের বার্তা: ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছায় উন্নয়নের প্রত্যাশা

Update Time : ১১:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক উষ্ণ মুহূর্তের সাক্ষী হলো চান্দুরা বাজার এলাকা। চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি সাইদ খোকন ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

শুভেচ্ছা গ্রহণকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। চান্দুরা বাজারসহ পুরো বিজয়নগরের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে চান্দুরা বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাজারের পরিবেশ উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় চান্দুরা বাজারের ব্যবসায়ী সমাজের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ইতিবাচক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।