Logo
ডিসেম্বর ২৩, ২০২৫, ১:৪১ এ.এম || ডিসেম্বর ১৯, ২০২৫

চান্দুরা বাজারে সৌহার্দ্যের বার্তা: ইঞ্জিনিয়ার শ্যামলকে ফুলেল শুভেচ্ছায় উন্নয়নের প্রত্যাশা

Featured Imageব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার এক উষ্ণ মুহূর্তের সাক্ষী হলো চান্দুরা বাজার এলাকা। চান্দুরা বাজার কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাজার কমিটির সভাপতি সাইদ খোকন ও সাধারণ সম্পাদক মো. আলী হোসেনের নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দন জানানো হয় এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। শুভেচ্ছা গ্রহণকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বাজার কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ...

Read More..
ই পেপার
Download News