০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তাল জনমত, স্মারকলিপি প্রদান জেলা প্রশাসককে

ডেস্ক রিপোর্ট দৈনিক বাংলাদেশ হালচাল
  • Update Time : ০৩:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ২২ Time View

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের সড়কে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে স্থানীয় এলাকাবাসী, শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩/১০/২০২৫ইং) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, সরকারি কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে উঠা দোকানপাট, অস্থায়ী কাঠামো এবং যানবাহন দাঁড় করানোর কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কলেজ গেটের সামনে অবৈধ দখলদারিত্বের কারণে নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে কলেজের সামনের সড়কটি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবক সমাজ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদে উত্তাল জনমত, স্মারকলিপি প্রদান জেলা প্রশাসককে

Update Time : ০৩:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের সড়কে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে স্থানীয় এলাকাবাসী, শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৩/১০/২০২৫ইং) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, সরকারি কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে উঠা দোকানপাট, অস্থায়ী কাঠামো এবং যানবাহন দাঁড় করানোর কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কলেজ গেটের সামনে অবৈধ দখলদারিত্বের কারণে নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে কলেজের সামনের সড়কটি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীরা এবং অভিভাবক সমাজ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে আশ্বস্ত করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।