ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের সড়কে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে স্থানীয় এলাকাবাসী, শত শত শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩/১০/২০২৫ইং) দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-ছাত্রীরা অভিযোগ করেন, সরকারি কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে উঠা দোকানপাট, অস্থায়ী কাঠামো এবং যানবাহন দাঁড় করানোর কারণে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা আরও বলেন, কলেজ গেটের সামনে অবৈধ দখলদারিত্বের কারণে নারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে কলেজের সামনের সড়কটি শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার দাবি জানানো হয়। এ সময়...