ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবির অভিযানে রেকর্ড পরিমাণ চোরাচালান রোধ।
- Update Time : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ২৪ Time View
চলতি বছরজুড়ে সীমান্তে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ বছরে এখন পর্যন্ত ব্যাটালিয়নটি ১১০ কোটি টাকারও বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় সর্বশেষ অভিযানে আরও ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে তারা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবির দেওয়া তথ্যমতে, সর্বশেষ অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা। এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে হস্তান্তরের কার্যক্রম চলছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চলতি বছরে ১১০ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে ৬০ বিজিবি। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। বিজিবির নিয়মিত অভিযানের কারণেই সীমান্তে অবৈধ বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আজকেও প্রায় ৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির এ ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার কার্যক্রম হ্রাস পেয়েছে এবং সাধারণ মানুষের আস্থাও আরও বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।




















