চলতি বছরজুড়ে সীমান্তে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাপক সাফল্য অর্জন করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। এ বছরে এখন পর্যন্ত ব্যাটালিয়নটি ১১০ কোটি টাকারও বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় সর্বশেষ অভিযানে আরও ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে তারা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সুলতানপুর ব্যাটালিয়নের সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করেন। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান। বিজিবির দেওয়া তথ্যমতে, সর্বশেষ অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নতমানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা। এসব পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দফতরে হস্তান্তরের কার্যক্রম চলছে।...