০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুকুর লিজ নিয়ে হামলা নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : ০৫:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৩৮ Time View

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও খাস সম্পত্তি দখলের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি সরকারি খাস পুকুর ইজারার ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকালে ইজারায় অংশ নিতে লক্ষীপুর গ্রামের মনির মিয়া ও তার সহযোগীরা উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত হন। এসময় জেলা এনসিপি নেতা আসাদ খোকনের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনির মিয়াসহ পাঁচজন আহত হন এবং এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মনির মিয়া (পিতা মৃত রুকন মিয়া, সাং—লক্ষীপুর) বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে নাসিরনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত খাস পুকুরটি পূর্বে লক্ষীপুর গ্রামের মসজিদ-মাদ্রাসার নামে ব্যবহৃত হতো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আসাদ খোকন দলীয় প্রভাব খাটিয়ে পুকুরটি নিজের নামে ইজারা নেন।

এ বছর ইজারার মেয়াদ শেষ হলে গ্রামের লোকজন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের নামে পুকুরটি নেওয়ার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে আসাদ খোকন মনির মিয়াকে হুমকি দেন এবং ১০ অক্টোবর তার ভাড়াটে বাহিনী দিয়ে হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, রুকন মিয়ার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ও বলু মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “দাঙ্গাবাজ ও ভূমিদস্যু আসাদ খোকন এবং তার লাঠিয়াল বাহিনীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।” তারা প্রশাসনের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বিষয়টি থানায় প্রেরণ করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

পুকুর লিজ নিয়ে হামলা নাসিরনগরে এনসিপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৫:৩০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

 

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও খাস সম্পত্তি দখলের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি সরকারি খাস পুকুর ইজারার ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকালে ইজারায় অংশ নিতে লক্ষীপুর গ্রামের মনির মিয়া ও তার সহযোগীরা উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত হন। এসময় জেলা এনসিপি নেতা আসাদ খোকনের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনির মিয়াসহ পাঁচজন আহত হন এবং এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মনির মিয়া (পিতা মৃত রুকন মিয়া, সাং—লক্ষীপুর) বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে নাসিরনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, উক্ত খাস পুকুরটি পূর্বে লক্ষীপুর গ্রামের মসজিদ-মাদ্রাসার নামে ব্যবহৃত হতো। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আসাদ খোকন দলীয় প্রভাব খাটিয়ে পুকুরটি নিজের নামে ইজারা নেন।

এ বছর ইজারার মেয়াদ শেষ হলে গ্রামের লোকজন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের নামে পুকুরটি নেওয়ার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে আসাদ খোকন মনির মিয়াকে হুমকি দেন এবং ১০ অক্টোবর তার ভাড়াটে বাহিনী দিয়ে হামলা চালিয়ে নগদ দুই লাখ টাকা, রুকন মিয়ার কাছ থেকে ত্রিশ হাজার টাকা ও বলু মিয়ার কাছ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “দাঙ্গাবাজ ও ভূমিদস্যু আসাদ খোকন এবং তার লাঠিয়াল বাহিনীর দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।” তারা প্রশাসনের কাছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য বিষয়টি থানায় প্রেরণ করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।