নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলা এনসিপি নেতা আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও খাস সম্পত্তি দখলের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগে একটি সরকারি খাস পুকুর ইজারার ডাক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওইদিন সকালে ইজারায় অংশ নিতে লক্ষীপুর গ্রামের মনির মিয়া ও তার সহযোগীরা উপজেলা ভূমি কার্যালয়ে উপস্থিত হন। এসময় জেলা এনসিপি নেতা আসাদ খোকনের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মনির মিয়াসহ পাঁচজন আহত হন এবং এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি...