০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে কক্সবাজারগামী বাসে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক, জব্দ বাস।

ডেস্ক রিপোর্ট দৈনিক বাংলাদেশ হালচাল
  • Update Time : ১২:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ১৬ Time View

 

জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকালে শহরের বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিম পাড়ার আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারগামী বাসে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা মতিন ও শাহিদার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা।

এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিরা মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (প্রসাশন ও অর্থ)উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে তাদের দুজনের বিরুদ্ধেই দুইটি করে মাদক মামলা রয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জামালপুরে কক্সবাজারগামী বাসে ২২ হাজার ইয়াবাসহ দম্পতি আটক, জব্দ বাস।

Update Time : ১২:৪৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকালে শহরের বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিম পাড়ার আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারগামী বাসে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা মতিন ও শাহিদার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা।

এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিরা মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (প্রসাশন ও অর্থ)উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় যে তাদের দুজনের বিরুদ্ধেই দুইটি করে মাদক মামলা রয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।