জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকালে শহরের বাইপাস দড়িপাড়া এলাকায় কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, সদর উপজেলার ডিগ্রিরচর পশ্চিম পাড়ার আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারগামী বাসে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা মতিন ও শাহিদার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা। এ সময় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিবসহ প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিরা মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম (প্রসাশন...