অভিবাসন ও প্রবাসীর গুরুত্ব তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ দিবস উদযাপন
- Update Time : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ২৩ Time View
ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),জেলা প্রশাসন,প্রবাসী কল্যাণ ব্যাংক,প্রবাসী কল্যাণ সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া টিটিসি প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অভিবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এহসান মুরাদ,প্রবাসী কল্যাণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার মোঃ রাশেদ হোসেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক গনেশ চন্দ্র নন্দী,প্রবাসী কল্যাণ সেন্টার এর সহকারী পরিচালক মো: রাউন সরকার।ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার,জনতা ব্যাংক এর প্রতিনিধি অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এহসান বলেন,আপনারা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় প্রবাসে কাটাচ্ছেন আপনারা দেশের অর্থনৈতিক চাকা শক্তিশালী করার জন্য নিরলস কাজ করছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী নাবিলা নুঝাত বলেন,সকল প্রবাসীদের প্রতি শ্রদ্ধা,যারা নতুন করে বিদেশ যাচ্ছেন এবং বর্তমানে কর্মরত আছে সবাই বৈধভাবে দেশে টাকা পাঠাবেন।নিরাপদ ও দক্ষ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যেই এ আয়োজন।
প্রবাসী কল্যাণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার মোঃ রাশেদ হোসেন বলেন,আপনারা আমাদের ব্যাংকে আসুন আমরা সর্বোচ্চ ১০লক্ষ টাকা রিন দিয়ে থাকি,আমরা আপনাদের সেবায় সব সময় নিয়োজিত।
অনুষ্ঠানে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ৩জনকে পুরস্কার দেওয়া হয় এছাড়াও প্রবাসীদের মেধাবী সন্তান,প্রবাসী প্রতিবন্ধী পরিবারকে ক্রেস্ট ও বিশেষ সম্মান প্রধান করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং টিটিসি অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, বিদেশগামী কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।















