ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),জেলা প্রশাসন,প্রবাসী কল্যাণ ব্যাংক,প্রবাসী কল্যাণ সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে "আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ" প্রতিপাদ্যে বৃহস্পতিবার(১৮ডিসেম্বর) সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া টিটিসি প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অভিবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এহসান মুরাদ,প্রবাসী কল্যাণ ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার মোঃ রাশেদ হোসেন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক গনেশ চন্দ্র নন্দী,প্রবাসী কল্যাণ সেন্টার এর সহকারী পরিচালক মো: রাউন সরকার।ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার,জনতা ব্যাংক এর প্রতিনিধি অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ...