তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নাসিরনগরে দিনব্যাপী কর্মশালা

- Update Time : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ৩১ Time View
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাসিরনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১-১০-২০২৫) উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম কামরুজ্জামান মামুন।
প্রধান বক্তা ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, দপ্তর সম্পাদক পিযুশ আচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক রমজান মিয়া, ধর্ম সম্পাদক আওয়াল মিয়া, সহ-ধর্ম সম্পাদক গোলামনুর মেম্বার, যুবদলের আহবায়ক মীর মোস্তফা জালাল, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন তালুকদার, সদস্য এম এ মঈন, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্বাস মিয়া ও শামিমুল ইসলাম, জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন ও সদস্য সচিব সাদেকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, গোকর্ণ কলেজ ছাত্রদলের সভাপতি মাহাদি হাসান, শ্রমিক দলের সদস্য অলিউর রহমান, মহিলা দলের সাবেক সভানেত্রী হাসনা হেনা ও গোলবাহার, তরুণ দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব নিজাম আলম, জিয়া স্মৃতি সংসদের আহবায়ক বাজু মিয়া ও সদস্য সচিব ইউনুস মিয়া।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, “তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা শুধু বিএনপির রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় রূপকল্প—যার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।”
বক্তারা আরও বলেন, “এই ৩১ দফা বাস্তবায়নই আগামী দিনের মুক্ত গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথ খুলে দেবে।”