জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে কবিতা পাঠ, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে।

- Update Time : ০৯:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৮ Time View

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে কবিতা পাঠ, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরে।
আবুল কাশেম এর তথ্য চিত্রে বিস্তারিত:-
আজ দুপুরে শহরের দেওয়ানপাড়ায় ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার এসব কর্মসুচির আয়োজন করে।
ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাহ শহীদ পিংকী। এছাড়াও সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আলী আকবর ফকির, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের সহ সভাপতি অ্যাডভোকেট শামীম আরা, সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সহযোগী অধ্যাপক মঞ্জুরুল হক, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিশাম আল মাহান্নাভ, পাঠাগারের সহ সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, পাঠক ইসরাত জাহান লিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার থাকলেও তার বেশীরভাগই সচল না। দিনের পর দিন এসব পাঠাগারগুলো তালাবদ্ধ অবস্থায় থাকে, এতে করে বইগুলোও নষ্ট হয়ে পাঠ অনুপযোগী হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে পাঠকরা উত্তরীয় পরিয়ে দেয় এবং একটি বনসাই ও বই উপহার দেয়। পরে ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের পাঠকরা কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করে।