নাসিরনগরে জিয়া সাইবার ফোর্সের (জেড-সি-এফ)১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
																
								
							
                                - Update Time : ১১:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
 - / ৪২ Time View
 
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জিয়া সাইবার ফোর্সের (জেড-সি-এফ) ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ০১ নভেম্বর এই কমিটি অনুমোদন দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন খান এবং সদস্য সচিব শুভ আহমেদ কাউসারের যৌথ সাক্ষরে।
নতুন কমিটিতে মাতিনুল হক শাকিলকে আহ্বায়ক এবং ইয়াসিন চৌধুরীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদনের পর জেলা নেতৃত্ব জানান, “জিয়া সাইবার ফোর্স একটি সংগঠিত অনলাইন প্ল্যাটফর্ম, যার লক্ষ্য দেশের সার্বভৌমত্ব রক্ষা, মুক্ত গণমাধ্যম ও গণতন্ত্রের পক্ষে ডিজিটাল অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখা।”
নবগঠিত কমিটির আহ্বায়ক মাতিনুল হক শাকিল বলেন, “আমরা সত্যের পথে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দলের নীতি ও আদর্শের পক্ষে কাজ করে যাব।
																			
																		











