ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার আউলিয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল আমিন (৪৫), সে একই উপজেলার মাধবের বাগের বাসিন্দা। বিজয়নগর থানার অধীনে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নির্মল চাকমা ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আল আমিনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আল আমিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং মাদকচক্র নির্মূলে অভিযান চলমান থাকবে। বিজয়নগর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোঃ শহিদুল ইসলাম জানান, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত...