ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জায়গায় প্রভাবশালীর ৬টি দোকান ঘর নির্মাণ।
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রভাবশালীর বিরুদ্ধে পৌর এলাকার শিমরাইলকান্দির সরকারি ১নম্বর খাস খতিয়ানের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাকা স্থাপনার কিছু অংশ গুড়িয়ে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইলকান্দি এলাকার হাবিবুর রহমান ভূইয়া ইট, বালু, কংক্রিট, পাথর, সিলেকশন বালুসহ নির্মাণ সামগ্রীর পাইকারী ও খুচরা বিক্রেতা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে বিজয়নগর উপজেলার সংযোগকারী সড়ক (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সড়কের শিমরাইলকান্দি এলাকার তিতাস নদীর প্রথম সেতু সংলগ্ন উত্তরদিকে তিন শতক জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন। সেখানে তিনি ছয়টি দোকান ঘর নির্মাণ করছিলেন।
স্থানীয় লোকজন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জায়গা দখলের বিষয়টি অভিযোগ পায় সদর উপজেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী সেখানে অভিযান চালান। অভিযানে পাকা স্থাপনার লিংটারসহ দেয়ালের কিছু অংশ ভেঙ্গে গুড়িয়ে দেন।
স্থাপনা নির্মাণকারী হাবিবুর রহমান ভূইয়ার পক্ষে ভাতিজা দানু ভূইয়া জায়গাটি রেল বিভাগ থেকে ইজারা নেয়া হয়েছে বলে জানান। জায়গাটি বিএস জরিপে সরকারি খাস খতিয়ানভূক্ত বলে দখলকারীদের জানানো হয়।
পরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী দখলকারীর আবেদনের প্রেক্ষিতে স্থাপনা সরাতে দানু ভূইয়াকে একদিনের সময় দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সদর উপজেলা ভূমি কার্যালয়ের লোকজন ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুক্তা গোস্বামী বলেন, বিএস ৫৭ দাগে এটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভূক্ত খালের জায়গা। তারা যে জায়গা রেল থেকে ইজারা নিয়েছেন এটি সেই জায়গা নয়। তারা দাগ নম্বর ভুল করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন, স্বীকার করে সময়ের আবেদন করেছেন। স্থাপনা না সরালে পরবর্তীতে অভিযান চালিয়ে সব ভেঙ্গে গুড়িয়ে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ, এলএলবি অনার্স। নির্বাহী সম্পাদক, সাদিয়া সুলতানা জোনাকি। সহ-নির্বাহী সম্পাদক, ডাঃ রোকেয়া বেগম। বার্তা সম্পাদক-শাহনেওয়াজ শাহ, বিএসসি অনার্স, উদ্ভিদবিজ্ঞান।সহ-বার্তা সম্পাদক, এডভোকেট সফর আলী, এলএলএম, একাউন্টিং মাস্টার্স। ইসলামি বার্তা সম্পাদক, মাওলানা সৈয়দ মোঃ আজিজুল ইসলাম, কামিল মাস্টার্স। সহ-সম্পাদক, মোঃ বোরহান উদ্দিন, ইংলিশ অনার্স মাস্টার্স। সহ-সম্পাদক, এডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন বিষয়ক উপদেষ্টা, এডভোকেট মোঃ হাদিউল হক,সিনিয়র আইনজীবী, ঢাকা জজকোর্টে। উপদেষ্টা-এডভোকেট ইশতিয়াক আহমেদ, এলএলএম, অনার্স মাস্টার্স।
অফিস: এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ই পেপার