সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবির) অভিযানে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল পুনে ১১ টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান। ৬০ বিজিবি জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল বুধবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নত মানের ১ কোটি ৫০ লাখ টাকার শাড়ী এবং ১ কোটি টাকা মূল্যের কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাঁজি জদ্ধ করে। জদ্ধকৃত ভারতীয় পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন- আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা...