ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাবেক এক ইউপি চেয়ারম্যান ব্যক্তিস্বার্থে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হাওড়া নদী থেকে এক শ্রেণির প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এতে নদীর পরিবেশ এবং পার্শ্ববর্তী ফসলি জমি হুমকির মুখে পড়ছে। অভিযোগ রয়েছে, সাবেক ওই চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমতি ছাড়াই বালু ব্যবসায় জড়িত আছেন। এ বিষয়ে স্থানীয় একজন সচেতন নাগরিক বলেন, নদী আমাদের জীবনের অংশ, একে ধ্বংস হতে দেওয়া যায় না। আমরা এই অনিয়মের তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি। এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বালু মহাল...