আলমগীর হোসেন, নিকলী, কিশোরগঞ্জ। হাওরাঞ্চলের প্রবেশদ্বার নিকলী-বাজিতপুরসহ আশেপাশের সকল হাওরের উপজেলাতেই মৌসুমী আবহাওয়া অনুকূলে থাকায় শাক-সবজিসহ বিভিন্ন ধরণের ফসলের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে চাষিরা তুলনামূলক লাভবান । বাজারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজির সরবরাহ ও উৎপাদন দেখে দামের ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করে চলেছেন নিন্ম আয়ের হাওরঅঞ্চলের লোকেরা। নিকলী উপজেলার ষাইটধার গ্রামের অটোরিকশা চালক জয়নাল সবজি বাজারে গিয়ে বলতে শোনা গেছে বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি রয়েছে তারপরও সবজির দাম তুলনামূলক অনেক বেশি। তিনি আরও বলেন গোল আলু ছাড়া প্রায় সকল ধরণের সবজির দাম বেশি বলেও তিনি উল্লেখ করেন। একই এলাকার কৃষির সাথে জড়িত নিন্ম আয়ের মনিন্দ্র হাট থেকে আসার সময়ে বলতে শোনা যাচ্ছে শাকসবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি থাকলেও কম দামে মিলেনি কোনো ধরণের সবজি। এছাড়াও জেলার সর্ববৃহৎ কাঁচামালের আড়ত পিরিজপুরে...