Logo
ডিসেম্বর ২৬, ২০২৫, ২:৩৪ পি.এম || ফেব্রুয়ারী ২৮, ২০২৫

হত্যা মামলা তুলে না নেওয়ায় মামলার বাদীকে কুপিয়ে জখম, বাড়িঘর লোটপাট।

Featured Imageব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলায়  হরিপুর  পূর্ব পাড়া আবুলাল হত্যা  মামলা না তুলে নেওয়ায় মামলার বাদী আবু ছায়েদ  (৫৩) ও তার স্ত্রী  আনচোনা কে (৪৫ কে ) কুপিয়ে  আহত করেছে মামলার আসামিরা। গত বৃহস্পতিবার (২০  শে ফেব্রয়ারী)  সোমবার  রাতে নাসির নগর  উপজেলা হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ৯৯৯ নাইনে কল করার পরেও কোন সহযোগিতা পায়নি আবু সায়েদ সহ অভিযোগ  ভুক্তভোগী  ৩ টি পরিবার । স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়,  বিগত  কয়েক মাস  আগে  আবুলাল  কে কুপিয়ে হত্যা করে স্থানীয়  সাবেক চেয়ারম্যান জামাল মিয়া , ফরিদ মিয়া, আলী আকবর, লিটন মিয়া দুলাল হেলাল মিয়া, সৈয়দ জামাল, আলেখ খাঁ,ইমাম,হোসেন, কেনু মিয়া, মাহফুজ মিয়া, তাউস মিয়া, নজরুল মিয়া,রুহুল আমিন, কামাল মিয়া, জুর মিয়া, আজিজুল মিয়া, হাবিবুর রহমান, আউশ মিয়া, মনির মিয়া,দূর্বাজ মিয়া, , আমিরুল সহ...

Read More..
ই পেপার
Download News