জহির শাহ্ | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২০ অক্টোবর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সামনে রবিবার (১৯ অক্টোবর) বড়সংখ্যক শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীর অংশে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়; তারা বলতে চাইছে—বিদ্যালয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। অভিযোগকারীরা জানান, প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমাদ্দারের বিরুদ্ধে স্কুলের তহবিল আত্মসাৎ, শিক্ষকদের জিপিএফ সংক্রান্ত অনিয়ম ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগে অনিয়মসহ নানা প্রয়োজনীয় নথি-প্রমাণ তাঁদের কাছে রয়েছে এবং তারা তা প্রতিষ্ঠা করতে পারবেন। ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুল হক পলাশ ৬ অক্টোবর থেকে বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছে এবং প্রধান শিক্ষকের কাছে কারণ দর্শানোর নোটিশও দেয়; কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সন্তোষজনক জবাব না পেয়ে স্থানীয়রা গতকাল...