মাদকবিরোধী অভিযানে ধাক্কা, বিজয়নগরে ৪০ কেজি গাঁজা উদ্ধার
- Update Time : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ২৪ Time View
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে এসআই নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
আজ মঙ্গলবার বিকালে বিজয়নগর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় রানওয়ে বাজারের পূর্ব পাশে জনৈক এমদাদুল হকের মিশ্র ফল বাগানের সামনে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের শাহ আলম এর ছেলে মাসুম মিয়া (২৪) ও তার ১/২ জন সহযোগী পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে এসআই নাফিজুল ইসলাম উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৪০ কেজি গাঁজা ফেলে আসামিরা পালিয়ে গেছে। এ ঘটনায় পলাতক আসামি মাসুম মিয়াসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।




















