ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
- Update Time : ০৯:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২৫ Time View
ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ তাদের ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
আজ সোমবার ২৪/১১/২০২৫ইং বেলা ১২ ঘটিকার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি পেশ করা হয়। এতে তারা ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ারের অপসারণ, আটককৃত গাড়ি মালিকদের জিম্মায় ফিরিয়ে দেওয়া, পরিবহন নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ মোট সাতটি দাবির কথা উল্লেখ করেন।
স্মারকলিপিতে বলা হয়, শহরে মালবাহী গাড়ির চলাচলের সময় পুনর্নির্ধারণ, ট্রাক লোড-আনলোডের নির্দিষ্ট স্থান নির্ধারণ, মহাসড়কে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং রিকুইজিশনের নামে হয়রানি বন্ধ করাও তাদের দাবির মধ্যে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান ও সদস্য সচিব মোঃ মেরাজ ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা জানান, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ০২/১২/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার ভোর ৬ ঘটিকা হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট চলবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান নির্দিষ্ট তারিখের মধ্যেই এ সমস্যা সমাধান করা হবে বলে তাদেরকে আশ্বাস দেন।






















