১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজে এইচএসসিতে শতভাগ অকৃতকার্য, হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার সাংবাদিক এস এম কিবরিয়া
  • Update Time : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১৪ Time View

 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর চরম হতাশা দেখা দিয়েছে তিনটি কলেজে। জেলার বিজয়নগর ও নবীনগর উপজেলার মোট তিনটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

ব্যর্থ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান:
১. নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর
২. চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর
৩. জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় এলাকাগুলোতে চলছে সমালোচনার ঝড়। অভিভাবকরা বলছেন, বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক, নেই মানসম্মত পাঠদান। শিক্ষা কার্যক্রমেও রয়েছে নানা অনিয়ম।

অপরদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে ঠিকমতো ক্লাস হয় না, পাঠদানে নেই তদারকি। পরীক্ষার পূর্বপ্রস্তুতিও ছিল অত্যন্ত দুর্বল।

জেলা শিক্ষা কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, এই ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীদের নয়, প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনারও। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
*স্থানীয় সচেতন মহল বলছে, এই অবস্থা চলতে থাকলে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে। অবিলম্বে এসব প্রতিষ্ঠানে মানোন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজে এইচএসসিতে শতভাগ অকৃতকার্য, হতাশ অভিভাবক ও শিক্ষার্থীরা

Update Time : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর চরম হতাশা দেখা দিয়েছে তিনটি কলেজে। জেলার বিজয়নগর ও নবীনগর উপজেলার মোট তিনটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

ব্যর্থ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান:
১. নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর
২. চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর
৩. জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় স্থানীয় এলাকাগুলোতে চলছে সমালোচনার ঝড়। অভিভাবকরা বলছেন, বছরের পর বছর ধরে এসব প্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক, নেই মানসম্মত পাঠদান। শিক্ষা কার্যক্রমেও রয়েছে নানা অনিয়ম।

অপরদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে ঠিকমতো ক্লাস হয় না, পাঠদানে নেই তদারকি। পরীক্ষার পূর্বপ্রস্তুতিও ছিল অত্যন্ত দুর্বল।

জেলা শিক্ষা কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, এই ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীদের নয়, প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনারও। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
*স্থানীয় সচেতন মহল বলছে, এই অবস্থা চলতে থাকলে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে। অবিলম্বে এসব প্রতিষ্ঠানে মানোন্নয়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।