ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাক্তার মকবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খানের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব ডা. মো. আক্তার হোসাইন, ডা. একরামুল রেজা...