ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন, ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ
- Update Time : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২৭ Time View
জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৩ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার দুবলা এলাকায় (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) রেললাইনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, যা সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত করে। রাত পৌনে ২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রেললাইনের ওপর আগুন লাগিয়ে রাখার পর চট্টগ্রামগামী তূর্ণা নিশিথা ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
ঘটনার পর রেলওয়ে কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা প্লাস্টিকের পাইপ ব্যবহার করে আগুন লাগিয়েছে, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, তবে দুষ্কৃতকারীরা পালিয়ে গেছে। আগুনে রেললাইনের কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।”
প্রাথমিকভাবে তদন্তে দেখা যাচ্ছে, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী বা দুর্বৃত্ত কার্যকলাপ হতে পারে, কারণ আগুন লাগানো হয়েছে সরাসরি রেললাইনের উপর, যা সাধারণভাবে দুর্ঘটনার কারণ হতে পারে না। বিশেষজ্ঞদের মতে, রেললাইনের ওপর আগুন বা অবরোধ মূলত অবরোধকারী বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর প্ররোচনা বা কোনও সামাজিক অসন্তোষের চিহ্ন হতে পারে। তবে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের শনাক্তের জন্য তদন্ত চালাচ্ছে।
এ ঘটনাটি দেশের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ব্যাহত করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে। স্থানীয়রা চাইছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত তদন্ত করে মূল হোতাদের শনাক্ত করে, যাতে পুনরায় এমন ঘটনা না ঘটে।
রেললাইনের নিরাপত্তা ও পর্যবেক্ষণ বৃদ্ধির জন্য রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ঘটনাকে প্রতিরোধে রেললাইনের কাছে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল এবং স্থানীয় নজরদারি বাড়ানো হবে।






















