ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক আলোচনা, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের কালী বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানটি উপজেলা সমন্বয়কারী সিলাস গাড্ডী এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির। এ সময় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালত বিষয়ক প্রবন্ধ পাঠ, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিতোষ চন্দ্র দাস, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় জনগণ মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগণ গ্রাম আদালত সম্পর্কে সচেতন হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রকল্পের গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ, এলএলবি অনার্স। নির্বাহী সম্পাদক, সাদিয়া সুলতানা জোনাকি। সহ-নির্বাহী সম্পাদক, ডাঃ রোকেয়া বেগম। বার্তা সম্পাদক-শাহনেওয়াজ শাহ, বিএসসি অনার্স, উদ্ভিদবিজ্ঞান।সহ-বার্তা সম্পাদক, এডভোকেট সফর আলী, এলএলএম, একাউন্টিং মাস্টার্স। ইসলামি বার্তা সম্পাদক, মাওলানা সৈয়দ মোঃ আজিজুল ইসলাম, কামিল মাস্টার্স। সহ-সম্পাদক, মোঃ বোরহান উদ্দিন, ইংলিশ অনার্স মাস্টার্স। সহ-সম্পাদক, এডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন বিষয়ক উপদেষ্টা, এডভোকেট মোঃ হাদিউল হক,সিনিয়র আইনজীবী, ঢাকা জজকোর্টে। উপদেষ্টা-এডভোকেট ইশতিয়াক আহমেদ, এলএলএম, অনার্স মাস্টার্স।
অফিস: এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ই পেপার