ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রাম আদালত পুনঃসক্রিয়করণ বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প”-এর অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা কর্মশালায় সভাপতিত্ব করেন। প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসক, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম, পুরোহিত, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “বাংলাদেশের বিচার ব্যবস্থায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজে ন্যায়বিচার পাবে এবং উচ্চ আদালতে মামলার চাপও হ্রাস পাবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক ইউপি সদস্যকে নিজ নিজ ওয়ার্ডে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে, যাতে সাধারণ মানুষ গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধা সম্পর্কে সচেতন হয়। এতে নারীদেরসহ সমাজের সকল স্তরের মানুষ স্বল্প খরচে ও অল্প সময়ে ন্যায় বিচার লাভ করতে পারবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে গ্রাম আদালত পুনঃসক্রিয়করণের করণীয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সম্মিলিতভাবে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক, মোঃ কেফায়েত উল্লাহ শরীফ, এলএলবি অনার্স। নির্বাহী সম্পাদক, সাদিয়া সুলতানা জোনাকি। সহ-নির্বাহী সম্পাদক, ডাঃ রোকেয়া বেগম। বার্তা সম্পাদক-শাহনেওয়াজ শাহ, বিএসসি অনার্স, উদ্ভিদবিজ্ঞান।সহ-বার্তা সম্পাদক, এডভোকেট সফর আলী, এলএলএম, একাউন্টিং মাস্টার্স। ইসলামি বার্তা সম্পাদক, মাওলানা সৈয়দ মোঃ আজিজুল ইসলাম, কামিল মাস্টার্স। সহ-সম্পাদক, মোঃ বোরহান উদ্দিন, ইংলিশ অনার্স মাস্টার্স। সহ-সম্পাদক, এডভোকেট মোহাম্মদ মিসবাহ উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আইন বিষয়ক উপদেষ্টা, এডভোকেট মোঃ হাদিউল হক,সিনিয়র আইনজীবী, ঢাকা জজকোর্টে। উপদেষ্টা-এডভোকেট ইশতিয়াক আহমেদ, এলএলএম, অনার্স মাস্টার্স।
অফিস: এমএস প্লাজা ২৮/সি/২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ই পেপার