বিএসএফ-এর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। স্টাফ রিপোর্টার: মোঃ কেফায়েত উল্লাহ শরীফ সীমান্তরক্ষী বাহিনী (বি.এস.এফ) হাতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মুরাদ হোসেন মুন্নাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে আউলিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সীমান্ত সংলগ্ন এলাকায় বি, এস, এফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এ ঘটনায় স্থানীয় জনগণ ও মানবাধিকার সংগঠন গুলোর মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেফাজত নেতা মাওঃ জুনায়েদ কাসেমী বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওঃ শফিকুল ইসলাম, বিজয়নগর উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওঃ আফজাল হোসাইন, হেফাজত...