বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে মেলান্দহ উপজেলায়।

- Update Time : ১১:৫৮:০১ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪০ Time View

বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জামালপুরে মেলান্দহ উপজেলায়।
দীর্ঘ ৮ বছর পর জামারপুরের মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী ) সকাল ১১টায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেলান্দহ উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
বহু আকাঙ্খিত এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
৫ আগস্ট পালিয়ে যাওয়া স্বৈরাচার আওয়ামী লীগের দূসরদের থেকে তৃনমুল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ প্রমুখ।
এছাড়াও মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব সাংবাদিক নূরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় জেলা, উপজেলা ও ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতাকর্মীদের পাদচারণায় মুখরিত ছিলো সম্মেলন মাঠ।